বর্ণাকার

মেজর জেনারেল আকবর খান

আমীর-ই-মুজাহিদীন

মুহাম্মদ বিন কাসিম

তরজমায়

আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী

ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ

হিজরী পনের শতক উদযাপন উপলক্ষে প্রকাশিত

মুহাম্মদ বিন কাসিম : মেজর জেনারেল আকবর খান; আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত॥ ই. ফা. বা. প্রকাশনা : ১৩৪১॥ ই.ফা.বা. গ্রন্থাগার ৯২৩:১৯৭॥ বিষয় : জীবনী॥ প্ৰথম প্ৰকাশ : নভেম্বর ১৯৮৬, কার্তিক ১৩৯৩, সফর ১৪০৭॥ প্ৰকাশনায় : আবুল বাশার আখন্দ, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, বায়তুল মুকাররম, ঢাকা-২। প্রচ্ছদ : কামাল আহমেদ॥ ইলাস্ট্রেশন : কাজী শামসুল আহসান॥ মুদ্রণে : শেখ আবদুর রহিম, ইসলামিক ফাউণ্ডেশন প্রেস॥ বাঁধাইয়ে : ওরিয়েন্টাল বাইণ্ডার্স ৫৯, পূর্ব বাসাবো বাজার, ঢাকা-১৭

MUHAMMAD BIN QUASIM (The Biography of Muhammad bin Quasim) : Written in Urdu by General Akbar Khan, translated into Bengali by Abu Sayeed Muhammad Omar Ali and published by the Islamic Foundation Bangladesh. November 1986.


যে কালো হাতের হিংস্র থাবায় জীবনের প্রথম প্রভাতেই ঝরে গেল মুহাম্মদ বিন কাসিম, কুতায়বা বিন মুসলিম, ‘আবদুল আযীয ইব্‌ন মূসা, ওমর ইব্‌ন ‘আব্দুল আযীয (র)-এর ন্যায় অনেক সম্ভাবনাময় যুবা ও তরুণের তরতাজা প্রাণ, থিতিয়ে গেল মুসা বিন নুসায়র ও তারিক বিন যিয়াদের ন্যায় বহু প্রৌঢ় ও যুবকের উৎসাহ-দীপ্ত আবেগ,—

যে কালো হাতের বিষাক্ত ছোঁয়ায় হারিয়ে গেলেন হাসান আল-বান্না, সায়্যিদ কুত্‌ব, মুহাম্মদ ম্যালকম এক্স, ইসমা‘ঈল আল-ফারূকীর ন্যায় অনেক মনীষী—

সেই কালো হাতের চির-ধ্বংস সাধনে প্রতিজ্ঞা-দীপ্ত তরুণদের হাতে।

—অনুবাদক


লেখক কর্তৃক লিখিত ও অনূদিত কয়েকটি বই

  • ইসলামের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার (২য় সং)
  • ঈমান যখন জাগলো (২য় সং)
  • ইসলামী রেনেসাঁর অগ্রপথিক (৩য় খণ্ড, ২য় সং)
  • ইসলামে প্রতিরক্ষা কৌশল (১ম সং) — (“মহানবী (সা)-র রণ-কৌশল” নামে ২য় সং প্রকাশের পথে
  • খালিদ বিন ওয়ালীদ (১ম সং)
  • ইসলামী রেনেসাঁর অগ্রপথিক (১ম খণ্ড, প্রকাশের পথে)
  • গল্প পড়ি জীবন গড়ি (শিশু-কিশোর গ্রন্থ, ২য় সংস্করণ)
  • তাঁরা ছিলেন মানুষ (শিশু-কিশোর গ্রন্থ, ১ম সং)

আমাদের কথা

পৃথিবীর সমর নায়কদের ইতিহাসে মুহাম্মদ বিন কাসিম একটি অবিস্মরণীয় নাম। উমাইয়া খলীফা প্রথম ওয়ালীদের অন্যতম সিপাহসালার হাজ্জাজ ইবনে য়ূসুফের জামাতা সপ্তদশবর্ষী তরুণ যুবক মুহাম্মদ বিন কাসিম মুসলিম জাতির গৌরব। পৃথিবীর সমর ইতিহাসে এত অল্পবয়স্ক যুবকের নেতৃত্বে কোন সমরাভিযান পরিচালিত হয়েছে কি-না তা আমাদের জানা নেই। মূলত তাঁরই প্রজ্ঞা, তাকওয়া, সমর-কুশলতা ও কুরবানীর বদৌলতে এই উপমহাদেশ মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত হয়। তবে ভাগ্যের নির্মম পরিহাস! এ বিরল ব্যক্তিত্বসম্পন্ন তরুণ সমর নেতাকে অতি অল্প সময়ের মধ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এক দিকে তাঁর অসম সাহসিকতা, বীরত্ব ও রণকূশলতা কিংবদন্তীর ন্যায় প্রচলিত, অপর দিকে তাঁর অকাল মৃত্যুর করুণ কাহিনী শোকাবহ ঘটনা হিসেবে অবিস্মরিত।

মুহাম্মদ বিন কাসিম সম্পর্কে তথ্য-নির্ভর কোন পুস্তক বাংলা ভাষায় নেই বললেই চলে। প্রখ্যাত সমর বিজ্ঞানী জেনারেল মুহাম্মদ আকবর খান প্রণীত “আমীরে মুজাহিদীন মুহাম্মদ বিন কাসিম” শীর্ষক গ্রন্থটি একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে লেখা। লেখক অত্র পুস্তকে সমর-নায়ক ও রণকুশলী যোদ্ধা হিসেবে মুহাম্মদ বিন কাসিমের ঘটনা-বহুল ও তথ্যসমৃদ্ধ জীবনী তুলে ধরেছেন। লেখকের আলোচনা পদ্ধতি বিজ্ঞানসম্মত। যুগের চাহিদা ও সামাজিক প্রেক্ষাপটে অতি নিখুঁত-ভাবে তিনি মুহাম্মদ বিন কাসিমের জীবনী উপস্থাপনা করেছেন। বইটি বাংলায় ভাষান্তর করেছেন অধ্যাপক এ. এস. এম. ওমর আলী। তিনি একজন লব্ধ প্রতিষ্ঠিত লেখক ও খ্যাতনামা অনুবাদক। অনুবাদের ভাষা প্রাঞ্জল ও সুখপাঠ্য। আল্লাহ তা’আলা অনুবাদকের কলমকে আরও মযবুত করে দিন।

ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ অতি অল্প সময়ের মধ্যে আলোচ্য পুস্তকটি প্রকাশ করত সুধী পাঠক মহলে উপহার দিতে পেরে রাহমানু’র-রাহীমের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছে।

ফরীদুদ্দীন মাসউদ

পরিচালক

অনুবাদ ও সংকলন বিভাগ