বর্ণাকার

কৃষকের গান

এ বন্ধ্যা মাটির বুক চিরে

এইবার ফলাব ফসল–

আমার এ বলিষ্ঠ বাহুতে

আজ তার নির্জন বোধন।

এ মাটির গর্ভে আজ আমি

দেখেছি আসন্ন জন্মেরা

ক্রমশ সুপুষ্ট ইঙ্গিতে :

দুর্ভিরে অন্তিম কবর !

আমার প্রতিজ্ঞা শুনেছ কি?

(গোপন একান্ত এক পণ)

এ মাটিতে জন্ম দেব আমি

অগণিত পল্টন-ফসল।

ঘনায় ভাঙন দুই চোখে

ধ্বংসস্রোত জনতা জীবনে;

আমার প্রতিজ্ঞা গ’ড়ে তোলে

ক্ষুধিত সহস্র হাতছানি।

দুয়ারে শত্রুর হানা

মুঠিতে আমার দুঃসাহস।

কর্ষিত মাটির পথে পথে

নতুন সভ্যতা গড়ে পথ॥