» » বসন্তের নিকট বিদায়

বর্ণাকার
ত্রিপদী

হা বসন্ত মনোহর,           হা মোহন রূপধর,
হা রে হৃদি বিচঞ্চলকর।
লইয়ে রূপের ভার,        কেন কর পরিহার,
এ মহী মণ্ডল মনোহর ||
আর কিছু দিন ওরে,       রহ রে ধরণী পরে,
বিদায় তোমারে নারি দিতে।
জানি জানি মরি মরি,       এ পাপ পৃথিবী পরি
নারো আর দিনেক রহিতে ||
যতেক তোমার শোভা,    মোহকর মনোলোভা,
উড়ে যায় নহে স্থিরতর।
খর দিনতর করে,         ক্রমেতে মলিন করে,
মোহকর সে শোভা নিকর ||
তাপিত কুসুম ফুলে,     মাথা তুলে দুলে দুলে,
মৃদু রবে মরুতেরে কয়।
“পাপ তাপে দহে দেহ,       বসন্ত আনিয়া দেহ,
মরি সে কি ফিরিবার নয় ||”
না কুসুম সুন্দরী রে,     আসিবে আসিবে ফিরে,
সাধের বসন্ত মনোহর।
কিন্তু সে আসিলে ফের, তোরা তো পাবি নে টের,
আজি যাবে পড়িয়া ভূপর ||
আ মরি অমনি দুখে,      বিদরে আমার বুকে,
এ অসার সংসারে রহিয়ে।
ফুলের বসন্ত মত,          আশার যতন যত,
যে সকল সুখের লাগিয়ে ||
আশা মোর সে বসন্ত,     বুঝি আমি হলে অন্ত,
তবে আসি হবে রে ঘটনা।
প্রখর দুখের রবি,           চিরদিন বুঝি রবি,
অভাগারে দিবারে যন্ত্রণা ||
মরি আরে কেন আর,          কেঁদে মরি এ প্রকার,
মানবেরি এমন কপাল।
ইহ লোকে চির দীন,        হৃদি রবে সুখহীন,
মনোদুখে কাটাইবে কাল ||

পরিণামে নিত্য নামে,    পাবে সেই নিত্য ধামে,
নিত্যই বসন্ত বিকশিত।
যাই তথা যাই তূর্ণ,           পরম প্রণয় পূর্ণ,
পরমেশে প্রেমে করি প্রীত ||
কি ছার মিছার আর,     মুখাম্বুজ মহিলার,
মোহ ভরে করি নিরীক্ষণ।
তেমতি মোহিত মতি,    সে প্রীতি প্রকৃতি প্রতি,
রাখিবেক করিয়া যতন ||
হা মলয় কেন তুমি, উন্মাদের প্রায়।
বেগ ভরে যাও দ্রুত, যথায় তথায় ||
প্রাণের প্রণয়েশ্বরী, কুসুমের কুলে।
নাহিক নিরখি নেত্রে, জ্ঞান গেছ ভুলে ||
না রে চল ধীরে ধীরে,        আসিবে বসন্ত ফিরে,
ফিরে আসি ফুটাইবে ফুল।
ফিরে ফুটাইলে ফুলে,    লইও সৌরভ তুলে,
চুম্বিয়া সে কুসুমের কুল ||
কিন্তু রে কভু কি আর,   আছে আশা ফিরিবার,
মানবের যৌবন বসন্ত।
ফুটায়ে প্রণয় ফুলে,       মানবেরে দিবে তুলে,
সুখ রূপী সৌরভ অনন্ত ||
নারে সে কখনো আর,      নহেকো রে ফিরিবার,
গেলে কাল আর নাহি ফেরে।
কেবলি চলিবে কাল,        যদিন না ধরে কাল,
ছাড়ায়ে মায়ার যত ফেরে ||
আসিবে সে দিন রবে,     কি সুখ দিবারে রবে,
যৌবন যুবতী প্রেম সুখ।
শুধু তারা দেবে জ্বালা,     মনে হবে ঝালাপালা,
ভাবিয়া পাপের যত দুখ ||
তাই বলি পরিণামে,       অধরেতে ধরি নামে,
ঈশ্বরে অন্তরে ভাবে যেই।
পরমেশ প্রেমাস্পদ,      লাভ করি মোক্ষপদ,
নিত্যই বসন্ত পাবে সেই ||
-‘সংবাদ প্রভাকর’, ২৮ এপ্রিল, ১৮৫৩

Leave a Reply