» » দুর্দিনের যাত্রী

বর্ণাকার

দুর্দিনের যাত্রী

১৩২৯ বঙ্গাব্দের ২৬শে শ্রাবণ মুতাবিক ১৯২২ খৃষ্টাব্দের ১১ই আগস্ট অর্ধসাপ্তাহিক ‘ধূমকেতু’র প্রথম সংখ্যা বের হয়। নজরুল ইসলাম ‘ধূমকেতু’তে যে-সকল সম্পাদকীয়, প্রবন্ধ লেখেন তারই কতকগুলি সংগ্র করে ৫৪ পৃষ্ঠার পুস্তিকা ‘দুর্দিনের যাত্রী’ প্রকাশিত হয়। প্রকাশক নজরুল ইসলাম (কবি স্বয়ং)। মুদ্রাকর শ্রী অমূল্যচন্দ্র ভট্টাচার্য, ভট্টাচার্য প্রিণ্টিং ওয়ার্কস, ৪নং বৃন্দাবন পাল বাই লেন, কলিকাতা। মূল্য ছয় আনা। পুস্তিকাখানিতে প্রকাশকালের উল্লেখ নেই। নানা তথ্যাদি বিশ্লেষণ করে অধ্যাপক রফিকুল ইসলাম নির্দেশ করেছেন, দুর্দিনের যাত্রী গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯২৬ খৃষ্টাব্দের অক্টোবরে। গ্রন্থটি বঙ্গীয় সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল।

দুর্দিনের যাত্রী গ্রন্থে প্রকাশিত সকল প্রবন্ধই ১৩২৯ বঙ্গাব্দের ভাদ্র থেকে কার্তিকে প্রকাশিত ধূমকেতুর বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

‘আমরা লক্ষ্মীছাড়ার দল’ ৮ই ভাদ্র; ‘তবুড়ী বাঁশীর ডাক’ ১২ই ভাদ্র’; ‘মোরা সবাই স্বাধীন : মোরা সবাই রাজা’ ১৬ই ভাদ্র এবং ‘স্বাগত’ ২৮ই ভাদ্র; ‘পথিক! তুমি পথ হারাইয়াছ?’ ৫ই আশ্বিন; এবং ‘আমি সৈনিক’ ১৪ই কার্তিক তারিখে ধূমকেতুতে প্রকাশিত হয়েছিল।