‘দস্যু বনহুর’ বাংলাদেশী জনপ্রিয় কথাসাহিত্যিক ‘রোমেনা আফাজ’ সৃষ্ট একটি কথাচরিত্র। এই চরিত্র নিয়ে তিনি লিখেছেন ১৩৮টি কাহিনী, যা সামগ্রিকভাবে ‘দস্যু বনহুর সিরিজ’ নামে পরিচিত। এই সিরিজের প্রথম উপন্যাসের নামও ‘দস্যু বনহুর’। ছোটবেলা নৌদূর্ঘটনায় চৌধুরী বাড়ীর ছেলে মনির হারিয়ে যায়, দস্যু সর্দার কালু খাঁ তাঁকে কুঁড়িয়ে পান ও পরবর্তিতে তাঁকে ‘দস্যু বনহুর’ রুপে গড়ে তোলেন। গরীবের বন্ধু ও চোরাকারবারীদের চিরশত্রু দস্যু বনহুর যেমন গরীবের কাছে ছিলেন সম্মানিত, তেমনি চোরাকারবারী ও সন্ত্রাসীদের কাছে ছিলেন যমদূতের মত। এই সিরিজের স্লোগান হচ্ছে ‘সত্য ও ন্যায়ের প্রতীক দস্যু বনহুর’।
দস্যু বনহুরের সহায়ক চরিত্র হিসেবে রয়েছে রহমান ও কায়েস, তারা একাধারে বনহুরের বন্ধু ও সহযোদ্ধা ছিলেন। তার দু’জন স্ত্রী ছিল— একজন জঙ্গলে অন্যজন শহরে; শহুরে স্ত্রীর নাম মনিরা ও অপরজনের নাম নূরী। মনিরার গর্ভে দস্যু বনহুরে বড় ছেলে ‘নুরুজ্জামান নূর’ এর জন্ম, যে পরবর্তীতে দেশের সৎ ও সাহসী ডিটেকটিভ হিসেবে পরিচয় লাভ করে। নূরীর গর্ভে ‘জাভেদ’ নামে তার একটি ছেলের জন্ম হয়, যে পিতার মতই দস্যুতা করতে ভালবাসে।