বর্ণাকার

‘সিরাজদ্দৌলা’র পঞ্চম সংস্করণ অবলম্বনে পরিবর্দ্ধিত ও সংশোধিত কলেবরে এই নূতন সংস্করণ মুদ্রিত হইল।

Calcutta Historical Soeiety কর্ত্তৃক আহূত বিচারসভায় অন্ধকূপ-হত্যা সম্বন্ধে গ্রন্থকার ইংরাজীতে যে বক্তৃতা করেন, তাহা Journal of the calcutta Historical Society. Vol. XI. Part I. Serial No. 21 পত্রে প্রকাশিত হইয়াছিল। পূর্ব্ব পূর্ব্ব কয়েক সংস্করণে তাহা শ্রীযুক্ত বিমলাচরণ মৈত্রেয় বি-এল কর্ত্তৃক বঙ্গভাষায় অনূদিত হইয়া এই গ্রন্থের শেষভাগে মুদ্রিত হইয়াছে। এই সংস্করণে সমীচীন বোধে সেই অনূবাদের পরিবর্ত্তে মূল ইংরাজী প্রবন্ধটিই পরিশিষ্টরূপে গ্রন্থান্তে সংযোজিত হইল। আশা করি ইহাতে অনেকের কৌতূহল চরিতার্থ হইবে।