অদ্ভুতুড়ে সিরিজ
শীর্ষেন্দু মুখোপাধ্যয়ের অদ্ভুতুড়ে চমৎকার একটা সিরিজ। ছোটদের জন্য রচিত প্রায় চল্লিশের বেশি গল্প নিয়ে তৈরি হয়েছে ‘অদ্ভুতুড়ে সিরিজ’। শিশু-কিশোরদের জন্য এই লেখাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল সহজ সরল সরস বর্ণনা। প্রচুর হাস্যরস ও রহস্য মেশানো এই সিরিজের বইগুলোতে গল্পের সঙ্গে সাসপেন্সও রয়েছে। হাস্যরস ভূতের ভয় আর অলৌকিক সব ঘটনার সমন্বয়ে গল্পের প্লটগুলো শিশু মনে আলাদা দোলা দেয়। তার রচনা কৌশলে অভিভূত শিশুরা বিশ্বাস করতে শেখে, ভূত তো খারাপ হতেই পারে না, তারা থেকে থাকলে শুধু আমাদের সঙ্গে লুডো খেলার জন্যই আছে, বা আমাদের হোম টাক্স করে দেয়ার জন্য। মজার মজার ভূত, আধপাগলা সব অঙ্ক স্যার, শুচিবাই পিসিমা দিয়ে তৈরি, অদ্ভুতুড়ে সিরিজের ছোট্ট শহরগুলি শিশু মনের বড্ড কাছের এবং প্রিয়।
শিশু কিশোরদের জন্য লেখা হলেও সিরিজটি সব বয়সী পাঠকই পড়ে বেশ আনন্দ পায়। সিরিজের গল্প গুলোর বিশেষত হচ্ছে একটা সাথে আরেকটা তেমন কোন যোগসাজ নেই। ফলে আপনি যেকোনো একটি গল্প দিয়েই পড়তে শুরু করতে পারেন। এই সিরিজের প্রতিটি বইয়ের চরিত্রগুলো বেশ অদ্ভুত ও মজার। কোন কোন বইয়ে ভিন গ্রহের এলিয়েনদের কথাও আছে।
এডুলিচার পাঠশালায় প্রকাশিত অদ্ভুতুড়ে সিরিজের বইগুলো হচ্ছে— মনোজদের অদ্ভুত বাড়িগোঁসাইবাগানের ভূত