সম্মানিত পাঠকমণ্ডলী! শিরক সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও ভূমিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, তবে দৈর্ঘ্যের কারণে সেগুলি একটি পৃথক পরিশিষ্ট আকারে প্রকাশ করা হয়েছে। যেমন—

  1. শিরক সম্পর্কে কতিপয় গুরুত্বপূর্ণ আলোচনা।
  2. মুশরিকদের যুক্তি ও তাদের বিশ্লেষণ।
  3. শিরকের কারণ।

পরিশিষ্টে কোথাও কোথাও আওলিয়া কিরামদের দিকে আরোপিত কিছু কারামাত উল্লেখ করা হয়েছে। সে সম্পর্কে আমরা স্পষ্ট বলে দিতে চাই যে, উল্লেখিত কারামাত গুলো আওলিয়াদের জীবনীতে লিপিবদ্ধ আছে বিধায় আমরাও উদ্ধৃত করেছি। এই সকল ঘটনার সত্যাসত্য প্রমাণের দায়িত্ব সম্পূর্ণরূপে সেই সকল লেখকদের যারা তাদের গ্রন্থে ঘটনাগুলো উল্লেখ করেছেন। উল্লেখিত কারামাতগুলো যেহেতু সুন্নাহ পরিপন্থী সেহেতু আমাদের বিশ্বাস, এই সকল ঘটনা আউলিয়াদের দিকে মিথ্যা আরোপ করা হয়েছে। আল্লাহই ভাল জানেন।

বিষয়ের গুরুত্বের পরিপ্রেক্ষিতে এই গ্রন্থে তাওহীদ সম্পর্কিত তিনটি অধ্যায় রয়েছে—তাওহীদ যাআত বা সত্তাগত তাওহীদ, তাওহীদ ইবাদত বা ইবাদতের তাওহীদ ও তাওহীদ সিফ়াত বা গুণাবলীর তাওহীদ। প্রতিটি বিষয়ের অধীনে হাদিসের পূর্বে পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করা হয়েছে। আশা করি, ইনশাআল্লাহ, পাঠকেরা এভাবে মাসয়ালাগুলো বুঝতে ও চিন্তা করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

এবার আমরা সহীহ (বুখারী শরীফ ও মুসলিম শরীফ) হাদীসের পাশাপাশি বাকি হাদীসগুলোর (সহীহ বা হাসান) মর্যাদাও উল্লেখ করেছি। কোন কোন হাদীসের সামনে সহীহ বা হাসানের মর্যাদা লেখা নেই। এগুলো হাদীস শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সহীহ বা হাসান পর্যায়ে পৌঁছায়নি।

হাদীসের সহীহ গায়রে সহীহ নির্ণয়ের ক্ষেত্রে শায়খ মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী রাহমাতুল্লাহি আলাইহির গ্রন্থাদি থেকে সাহায্য নেওয়া হয়েছে। এরপরও যদি কোথাও কোন ত্রুটি হয়ে থাকে তাহলে জানিয়ে দিলে আমরা কৃতজ্ঞবোধ করব।

বইটির আদ্যোপান্ত পরিমার্জন করেছেন মুহতারাম আব্বাজান হাফিজ মুহাম্মদ ইদ্রিস কিলানী (রহ.) এবং মুহতারাম হাফিজ সালাহউদ্দিন ইউসুফ সাহেব। আল্লাহ তাদের উভয়ের প্রচেষ্টাকে কবুল করুন এবং তাদেরকে দুনিয়া ও আখেরাতে মহান প্রতিদান দান করুন। আমীন!

‘কিতাবুত তাওহীদ’ পরিপূর্ণ হওয়াতে আমি আল্লাহর কাছে সাজদায়ে শুকর আদায় করছি যে, তাঁর ইহসান ও অনুগ্রহ ব্যতীত কোন নেক কাজ সম্পন্ন হয় না, তাঁর তাওফিক ও সাহায্য ব্যতীত কোন ভাল ইচ্ছাই পূর্ণ হয় না, তাঁর সমর্থন ও সাহায্য ছাড়া কোন ভাল নিয়তই পূর্ণ হয় না। অতএব, হে সৎ উদ্দেশ্য ও আকাঙ্ক্ষা পূরণকারী, তোমার রুখ আনোয়ারের মহানুভবতা ও সৌন্দর্যের দ্বারা, তোমার মহিমা ও মহিয়ান দানের মাধ্যমে এবং তোমার অসীম গুণাবলীর দ্বারা আমার এই ক্ষুদ্র প্রয়াসকে আপনার দরবারে কবুল করুন।

হে জগতসমূহের ইলাহ! আমি আপনার অত্যন্ত অক্ষম, ক্ষুদ্র ও পাপী বান্দা, আপনার ক্ষমাশীলতা আসমান-জমীনের প্রশস্ততার চেয়েও প্রশস্ত। আপনি এই পুস্তকটি গ্রহণ করুন। এটিকে আমার পিতামাতা, পরিবার-পরিজন এবং আমার জন্য মহাবিশ্বের শেষদিন পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং আমাদের পাপের জন্য ক্ষমার উৎস করুন, জীবন ও মৃত্যুর ফেতনা থেকে আমাদের রক্ষা করুন; আপনার ক্রোধ ও অসন্তুষ্টি থেকে আশ্রয় দিন, মন্দভাগ্য ও খারাপ মৃত্যু থেকে হিফাজত করুন। ডানে-বামে ও অগ্র-পশ্চাতে আমাদেরকে রক্ষা করুন, দুনিয়া ও আখেরাতের অপমান ও লাঞ্ছনা থেকে রক্ষা করুন, আযাব ও ধ্বংসের ভয়াবহতা থেকে আশ্রয় দিন। মৃত্যুর সময় তাওহীদ বাণী দান করুন, কবরে মুনকার নকীরের প্রশ্নোত্তরে দৃঢ় রাখুন, কবরের শাস্তি থেকে বাঁচান, হাশরের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আশ্রয় দিন, আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের শাফায়াত নসিব করুন। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখুন এবং জান্নাতে আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সালামের সাহচর্য দান করুন। আমীন।

( وَآخِرُ دَعْوَانَا أنِ الْحَمْدُ للّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلاةُ وَالسّلامُ عَلىٰ خَيْر خَلْقِهِ مُحَمَّدٍ وَ عَلىٰ آلِهِ صَحْبِهِ أَجْمَعِينَ )

এবং আমাদের শেষ প্রার্থনা হল বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য প্রশংসা এবং দোয়া ও শান্তি বর্ষিত হোক তাঁর উত্তম সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম উপর এবং তাঁর পরিবার ও সাথীদের উপর।

মুহম্মাদ ইকবাল কিলানী

মালিক সাউদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ, সাউদী আরব