إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ ٧١

 “তোমরা অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষমানদের অন্তর্ভুক্ত।” — (সূরা আ’রাফ-৭১)

সমস্ত প্রশংসা আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্য, আমরা তাঁর প্রশংসা করছি তাঁর নিকট সাহায্য চাচ্ছি, তাঁর নিকট আমাদের পাপসমূহের জন্য ক্ষমা চাচ্ছি, নিজের মনের কুপ্রবঞ্চনা এবং নিজের অপকর্মসমূহ থেকে আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করছি, যাকে আল্লাহ্ হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আর যাকে আল্লাহ্ পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ব্যতীত সত্য কোন মা’বুদ নেই, তিনি এক তাঁর কোন শরীক নেই, আর আমি আরও সাক্ষী দিচ্ছি মুহম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বান্দা এবং রাসূল।

অতঃপর আল্লাহ্‌র বাণী:

الر ۚ كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ

অর্থ: “এটি একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাযিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনেন, পরাক্রান্ত, প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে।” (সূরা ইবরাহীম-১)

অতএব আল্লাহ্‌র নাযিলকৃত কুরআ’ন মাজীদের সমস্ত বিধি-বিধান অন্ধকার থেকে বের কারী এবং আলো দানকারী, বা আলোকিত চিন্তা দানকারী।

অতএব, হে আমাদের রব আমরা একথার প্রতি ঈমান রাখি যে,

  • পর্দার বিধান একটি আলোকিত চিন্তা (সূরা আহযাব-৫৩)
  • পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দেয়া একটি আলোকিত চিন্তা (সূরা নিসা-৩৪)
  • ইসলামী দণ্ডবিধি আইনের প্রতি আমল করা একটি আলোকিত চিন্তা (সূরা মায়েদা-৩৩, সূরা নূর-২,৪)
  • একাধিক বিয়ে করার বিধান আলোকিত চিন্তা (সূরা নিসা-৩৩)
  • হত্যার বদলে হত্যা একটি আলোকিত চিন্তা (সূরা বাকারা-১৭৮)
  • ইহুদী নাসারাদের সাথে বন্ধুত্ব না রাখার বিধান একটি আলোকিত বিধান (সূরা নিসা-১৪৪)
  • ইসলামের শত্রু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার বিধান একটি আলোকিত চিন্তা (সূরা আনফাল-৬০)
  • গান-বাজনা হারাম হওয়ার বিধান আলোকিত চিন্তা (সূরা লোকমান-৬,৭)
  • দাড়ি রাখার বিধান একটি আলোকিত চিন্তা (সূরা ত়-হ়া-৯৪)

ধর্ম নিরপেক্ষতার পতাকাবাহীরা! বাক স্বাধীনতার পক্ষাবলম্বীগণ! তোমাদের নিকট —

  • পর্দার বিধান পশ্চাদপদতার আলামত।
  • পুরুষদের নারীর উপর কর্তৃত্ববান করার বিধান নারী স্বাধীনতা বিরোধী।
  • ইসলামী দণ্ড বিধি আইন অমানবিক এবং অত্যাচারমূলক শাস্তি।
  • একাধিক বিয়ে করার বিধান নারীদের প্রতি যুলুম করা।
  • হত্যার বদলা হত্যা মানবতা বিরোধী।
  • ইহুদী নাসারাদের সাথে বন্ধুত্ব সম্মান ও আত্মতৃপ্তি।
  • কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ সন্ত্রাসবাদ।
  • গান বাজনা মনের প্রশান্তি।
  • দাড়ি রাখা পশ্চাদপদতা।

নিঃসন্দেহে আমাদের এবং তোমাদের মাঝে এ দ্বন্ধের সমাধান খুব শীঘ্রই হবে, যখন সূর্য এক মাইল দূরত্বে অবস্থান করবে, পৃথিবী আগুনের ন্যায় উত্তপ্ত হবে, আর প্রত্যেক মানুষ ঘামের মাঝে হাবুডুবু খাবে।

  • তোমরাও খালি পা এবং উলঙ্গ শরীরে থাকবে এবং আমরাও খালি পা ও উলঙ্গ শরীরে থাকব।
  • তোমরাও আসামীর কাঠগড়ায় দাঁড়াবে এবং আমরাও আসামীর কাঠগড়ায় দাঁড়াব।
  • তোমাদের কাছেও কোন অনুবাদক থাকবে না, আর আমাদের কাছেও কোন অনুবাদক থাকবে না।
  • তোমাদের কোন সুপারিশ গ্রহণ করা হবে না এবং আমাদেরও কোন সুপারিশ গ্রহণ করা হবে না।
  • তোমরাও কোন বেচাকেনা করতে পারবে না আর আমরাও না।
  • রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদের কাছেও থাকবে না এবং আমাদের কাছেও থাকবে না।
  • আদালত স্থাপিত হবে।
  • আল্লাহ্ তা’য়ালা তাঁর আসনে আসীন হবেন।
  • ফেরেশ্‌তাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবে।
  • নবীগণের সর্দার, নবীগণের ইমাম, সত্যবাদী, সম্মানিত, অনুগ্রহ পরায়ন, বিশ্বস্ত রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাক্ষ্য হবেন।
  • মামলা পেশ হবে … … এবং এরপরে!
  • আলোকিত চিন্তাধারার ধারক ও বাহক এবং পশ্চাদমুখী চিন্তাধারার ধারক ও বাহকদের মাঝে যথাযথ ফায়সালা করা হবে।
  • ফায়সালার পর তোমরা তোমাদের রাস্তা অবলম্বন করবে, আর আমরা আমাদের রাস্তা অবলম্বন করব।
  • অতএব ফাসসালার সময় আসা পর্যন্ত তোমরাও অপেক্ষা করতে থাক, আর আমরাও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকি।

إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ ٧١

 “তোমরা অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষমানদের অন্তর্ভুক্ত।” — (সূরা আ’রাফ-৭১)

وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وآله واصحابه اجمعين