দোলন-চাঁপা প্রচ্ছদ

» দোলন-চাঁপা

‘দোলনচাঁপা’ বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন (১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর) মাসে ‘দোলন-চাঁপা’ কাব্যগ্রন্থটি আর্য পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়। ১৯২২ খ্রিষ্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলেরContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» দুটি কথা

সে আজ বন্দী। তার সত্য-মুক্ত প্রাণ যে ভৈরব-রুদ্র-ছায়ানটের হিল্লোলে নৃত্য-পাগল ছন্দে এক অভিনব সৃষ্টি-রচনা করে গেল, – সে আজ মুক্ত। কোনো রাজ-শক্তির ভ্রুকুটি সে মানে না, কোনো লৌহ-নিগড় কোনোদিন তারে বাঁধতে পারে না – সেContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» আজ সৃষ্টি-সুখের উল্লাসে

   আজ সৃষ্টি সুখের উল্লাসে– মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে।       আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে    বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার – ভাঙাContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» দোদুল দুল

(আরবি ‘মোতাকারিব্’ ছন্দ)    দোদুল দুল দোদুল দুল্। বেণির বাঁধ আলগ্-ছাঁদ, আলগ্-ছাঁদ খোঁপার ফুল, কানের দুল খোঁপার ফুল দোদুল দুল দোদুল দুল!    অলক-ছায় কপোল ছায়, পরশ চায় অলস চুল বিনুন্-বিন্ কেশের উল দোদুল দুল!Continue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» বেলাশেষে

ধরণী দিয়াছে তার গাঢ় বেদনার রাঙা মাটি-রাঙা ম্লান ধূসর আঁচলখানি দিগন্তের কোলে কোলে টানি। পাখি উড়ে যায় যেন কোন্ মেঘ-লোক হতে সন্ধ্যাদীপজ্বালা গৃহপানে ঘরডাকা পথে। আকাশের অস্ত-বাতায়নে অনন্ত দিনের কোন্ বিরহিণী কনে জ্বালাইয়া কনক-প্রদীপখানি উদয়-পথেরContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» পউষ

পউষ এলো গো! পউষ এলো অশ্র”-পাথার হিম পারাবার পারায়ে ওই যে এলো গো- কুজঝটিকার ঘোম্‌টা-পরা দিগন-রে দাঁড়ায়ে॥ সে এলো আর পাতায় পাতায় হায় বিদায়-ব্যথা যায় গো কেঁদে যায়, অস্ত-বধূ (আ-হা) মলিন চোখে চায় পথ-চাওয়া দীপContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» পথহারা

বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে – উদাস পথিক ভাবে।   ‘ঘরে এস’ সন্ধ্যা সবায় ডাকে, ‘নয় তোরে নয়’ বলে একা তাকে; পথের পথিক পথেই বসে থাকে, জানে না সেContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» ব্যথা-গরব

   তোমার কাছে নাই অজানা কোথায় আমার ব্যথা বাজে। ওগো প্রিয়! তবু এত ছল করা কি তোমার সাজে? কেন তোমার অনাদরে বক্ষ আমার ডুকরে ওঠে, চোখ ফেটে জল গড়িয়ে পড়ে, কলজে ছিঁড়ে রক্ত ছোটে, এContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» উপেক্ষিত

কান্না-হাসির খেলার মোহে অনেক আমার কাটল বেলা, কখন তুমি ডাক দেবে মা, কখন আমি ভাঙব খেলা? অজানাকে আনতে জিনে, জগৎটাকে ফেলনু চিনে, চাই যারে মা তায় দেখি নে ফিরে এনু তাই একেলা পরাজয়ের লজ্জা নিয়েContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» সমর্পণ

   প্রিয়! এবার আমায় সঁপে দিলাম, তোমার চরণ-তলে তুমি শুধু মুখ তুলে চাও, বলুক যে যা বলে। তোমার আঁখি কাজল-কালো অকারণে লাগল ভালো লাগল ভালো, পথিক আমার পথ ভুলাল সেই নয়নের জলে। আজকে বনের পথContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» পুবের চাতক

   সকাল-সাঁঝে চেয়ে থাকি পুব-গগনের পানে কেন যে তা তার আঁখি আর আমার আঁখিই জানে। নদীপারের দেশে থাকি এমনি তারও আঁখি-পাখি দিগ্‌বালিকার পুব-কপোলে চাওয়ার পাখা হানে। চাওয়ায় চাওয়ায় চুমোচুমি রোজ মোদের ওইখানে।    মোদের চোখেরContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» অবেলার ডাক

  অনেক করে বাসতে ভালো পারিনি মা তখন যারে, আজ অবেলায় তারেই মনে পড়ছে কেন বারেবারে॥   আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াত নয়ন চুমে, চুমুর পরে চুম দিয়ে ফের হান্‌তে আঘাত ভোরেরContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» চপল সাথী

প্রিয়! সামলে ফেলে চলো এবার চপল তোমার চরণ! তোমার ওই চলাতে জড়িয়ে গেছে আমার জীবন-মরণ।      কোথায় দূরে নূপুর বাজে তোমার পায়ে,   হেথায় রোদন আমার ওঠে উথলায়ে,   তোমার উদাসীন ওই বিষম চলারContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» পূজারিণী

এত দিনে অবেলায়- প্রিয়তম! ধূলি-অন্ধ ঘূর্ণি সম দিবাযামী যবে আমি নেচে ফিরি রুধিরাক্ত মরণ-খেলায়- এত দিনে অ-বেলায় জানিলাম, আমি তোমা জন্মে জন্মে চিনি। পূজারিণী! ঐ কণ্ঠ, ও-কপোত- কাঁদানো রাগিণী, ঐ আঁখি, ঐ মুখ, ঐ ভুরু,Continue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» আশান্বিতা

আবার কখন আসবে ফিরে সেই আশাতে জাগবে রাত, হয়তো সে কোন নিশুত রাতে ডাকবে এসে অকস্মাৎ সেই আশাতে জাগব রাত। যতই কেন বেড়াও ঘুরে বরণ-বনের গহন জুড়ে দূর সুদূরে, কাঁদলে আমি আসবে ছুটে, রইতে তুমিContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» পিছু-ডাক

সখি! নতুন ঘরে গিয়ে আমায় পড়বে কি আর মনে?    সেথা তোমার নতুন পূজা নতুন আযোজনে!          প্রথম দেখা তোমায় আমায়          যে গৃহ-ছায় যে আঙিনায়,          যেথায় প্রতি ধূলি-কণায়,                    লতাপাতার সনে –   Continue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» মুখরা

আমার  কাঁচা মনে রং ধরেচে আজ,    ক্ষমা করো মা গো আমার আর কি সাজে লাজ? আমার  কাঁচা মনে রং ধরেচে আজ,             আমার ভুবন উঠচে রেঙে          তাঁর পরশের সোহাগ লেগে,          ঘুমিয়েContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» সাধের ভিখারিণী

তুমি মলিন বাসে থাক যখন, সবার চেয়ে মানায়! তুমি আমার তরে ভিখারিনি, সেই কথা সে জানায়!          জানি প্রিয়ে জানি জানি,          তুমি হতে রাজার রানি,          খাটত দাসী, বাজত বাঁশি              তোমার বালাখানায় তুমিContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» কবি-রাণী

তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি॥ আপন জেনে হাত বাড়ালো- আকাশ বাতাস প্রভাত-আলো, বিদায়-বেলার সন্ধ্যা-তারা পুবের অরুণ রবি,— তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি?    আমার আমি লুকিয়েছিলContinue Reading

দোলন-চাঁপা প্রচ্ছদ

» আশা

আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়ব দোরে টলে, আমার লুটিয়ে-পড়া দেহ তখন ধরবে কি ওই কোলে?          বাড়িয়ে বাহু আসবে ছুটে?          ধরবে চেপে পরানপুটে?          বুকে রেখে চুমবে কি মুখ                নয়নজলে গলে? আমিContinue Reading