| বাঙ্গালার ইতিহাস : দ্বিতীয় ভাগ

বিজ্ঞাপন বাঙ্গালার ইতিহাসের দ্বিতীয় ভাগ, শ্ৰীযুক্ত মার্শমন সাহেবের রচিত ইঙ্গরেজী গ্রন্থের শেষ নয় অধ্যায় অবলম্বন পূর্ব্বক, সঙ্কলিত, ঐ গ্রন্থের অবিকলContinue Reading

| প্ৰথম অধ্যায়

১৭৫৬ খৃষ্টীয় অব্দের ১০ই এপ্রিল, সিরাজ উদ্দৌলা বাঙ্গালা ও বিহারের সিংহাসনে অধিরূঢ় হইলেন। তৎকালে, দিল্লীর অধীশ্বর এমন দুরবস্থায় পড়িয়াছিলেন যে,Continue Reading

| দ্বিতীয় অধ্যায়

ক্লাইব বিলক্ষণ বুঝিতে পারিয়াছিলেন, ভয় প্রদর্শন না করিলে, নবাব কদাচি সন্ধি করিতে চাহিবেন না। অতএব তিনি, কলিকাতা উদ্ধারের দুই দিবসContinue Reading

| তৃতীয় অধ্যায়

মীর জাফরের প্রভুত্ব এক কালে বাঙ্গালা, বিহার, উড়িষ্যা, তিন প্রদেশে অব্যাহত রূপে অঙ্গীকৃত হইল। কিন্তু, অতি অল্প কালেই, প্ৰকাশ পাইল,Continue Reading

| চতুর্থ অধ্যায়

১৭৬০ খৃঃ অব্দের ৪ঠা অক্টোবর, ইঙ্গরেজেরা মীর কাসিমকে বাঙ্গালা ও বিহারের সুবাদার করিলেন। তিনি, কৃতজ্ঞতা স্বরূপ, কোম্পানি বাহাদুরকে বৰ্দ্ধমান প্রদেশেরContinue Reading

| পঞ্চম অধ্যায়

ভারতবর্ষীয় কৰ্ম্মচারীদিগের কুব্যবহারে যে সকল বিশৃঙ্খলা ঘটে, এবং মীর কাসিম ও উজীরের সহিত যে যুদ্ধ ও পাটনায় যে হত্যা হয়,Continue Reading

| ষষ্ঠ অধ্যায়

কার্টিয়ার সাহেব, ১৭৭২ খৃঃ অব্দে, গবৰ্ণরী পরিত্যাগ করিলে, ওয়ারন হেষ্টিংস সাহেব তৎপদে অধিরূঢ় হইলেন। হেষ্টিংস, ১৭৪৯ খৃঃ অব্দে, রাজশাসন সংক্রান্তContinue Reading

| সপ্তম অধ্যায়

ক্ৰমে ক্রমে রাজস্বের বৃদ্ধি হইতে পারিবেক, এই অভিপ্ৰায়ে, ১৭৭২ সালে, পাঁচ বৎসরের নিমিত্ত, জমী সকল ইজারা দেওয়া হইয়াছিল। কিন্তু প্ৰথমContinue Reading

| অষ্টম অধ্যায়

হেষ্টিংস সাহেব মেকফর্সন সাহেবের হস্তে গবৰ্ণমেণ্টের ভারার্পণ করিয়া যান। ডিরেক্টরেরা, তাহার প্রস্থানসংবাদ অবগত হইবা মাত্ৰ, লার্ড কর্ণওয়ালিস সাহেবকে, গবর্ণর জেনেরালContinue Reading

| নবম অধ্যায়

লার্ড হেষ্টিংস, গবৰ্ণমেণ্টের ভারগ্রহণ করিয়া, দেখিলেন, নেপালীয়েরা, ক্ৰমে ক্ৰমে, ইঙ্গরেজদিগের অধিকৃত দেশ আক্রমণ করিয়া আসিতেছেন। সিংহাসনারূঢ় রাজপরিবার, এক শত বৎসরেরContinue Reading